ডাকসু নির্বাচনে জিএস পদে ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিটের শুনানি মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

এস এম ফরহাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছেন। তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এদিন নির্ধারণ করেন।

এর আগে এবারের ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম রিটটি দায়ের করেন। রিটটি আজ রোববার আদালতের কার্যতালিকায় ২৮৫ নম্বর ক্রমিকে ওঠে।

বেলা সোয়া ১১টার দিকে আদালতে বিষয়টি উত্থাপন করেন রিট আবেদনকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আদালত বলেন, ‘মঙ্গলবার শুনব।’ তখন জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘বিকেল চারটায় রাখতে পারেন, বিষয়টি জরুরি।’ আদালত বলেন, ‘মঙ্গলবার শুনব। সকাল সাড়ে ১০টায় মেনশন (উত্থাপন) করবেন, ২টায় শুনব।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।

এবারের ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা গত ২৬ আগস্ট প্রকাশ করা হয়। তালিকায় এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে করা রিটে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবিতে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাবিতে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রিট আবেদনে দেখা যায়, ডাকসুর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চূড়ান্ত প্রার্থী তালিকায় সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা দেওয়াটা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

আসন্ন নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল করে তাঁকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রুল হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকার অংশটুকুর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

আরও পড়ুন

এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে হিজাব, নেকাব, জিনস পরা নিয়ে তাঁকে বিচার করা হবে না: ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

এমন একটি বিশ্ববিদ্যালয় হোক যেখানে হিজাব, নেকাব, জিনস পরা নিয়ে তাঁকে বিচার করা হবে না: ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

আরও পড়ুন

ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে চাকমাদের অবদান অস্বীকার করার অভিযোগ

ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে চাকমাদের অবদান অস্বীকার করার অভিযোগ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *