
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার রাজ্য দল ও শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার চেয়ে ২৬৬ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৫৪ রানে। তাতে ইনিংস ও ১২ রানে হেরেছে মাহিদুল ইসলামের দল।
আজ তৃতীয় দিনে ৩ উইকেটে ১০৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শাহাদাত হোসেন তখন ৪২ ও ইয়াসির আলী ১৮ রানে অপরাজিত ছিলেন। ছয়টি করে টেস্ট খেলা দুজনের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শাহাদত ৭ রান যোগ করে ৪৯ রানে আউট হওয়ার পর ইয়াসির আউট হন ৩৬ রানে।
৩ চার ও ১ ছক্কায় অধিনায়ক মাহিদুল করেন ৩২, স্পিনার নাঈম হাসানের ব্যাট থেকে আসে ২৫ রানে। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে স্পিনার হাসান মুরাদের ব্যাট থেকে। শেষ উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন মুরাদ।
Leave a Reply