
বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগে আবেদন চলছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানে মোট ১৯০ জন নিয়োগ পাবেন। বস্ত্র অধিদপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন শুরু হয়েছে ৪ আগস্ট থেকে।
অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটের পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি (Applicant’s copy) পাবেন। আবেদনকারী প্রার্থী এটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে সংরক্ষণ করবেন। আবেদনের সুযোগ আছে আর দুই দিন।
এদিকে এক বিজ্ঞপ্তিতে বস্ত্র অধিদপ্তর জানিয়েছে, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বিভিন্ন পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একের অধিক পদে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।
Leave a Reply