
নাম সালমান নিঝার। বয়স ২৮। কেরালা ক্রিকেট লিগে কাল ক্যালিকট গ্লোবস্টারসের হয়ে এই ব্যাটসম্যান যা করেছেন, তাতে ভারতীয় ক্রিকেট হইচই পড়ে যাওয়ার কথা। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোরও চোখ কপালে উঠতে পারে, পেয়ে গেলাম নাকি নতুন রত্ন!
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে সালমান কাল আদানি ত্রিবান্দ্রম রয়্যালসের বিপক্ষে করেছেন ২৬ বলে ৮৬ রান। স্ট্রাইক রেট ৩৩০.৭৬। বলতে পারেন, আইপিএলে সুরেশ রায়নারই তো ২৫ বলে ৮৭ রানের ইনিংস আছে (২০১৪ সালে চেন্নাইয়ের হয়ে)। সালমানের ২৬ বলে ৮৬ রান এমন বিশেষ কী! কিন্তু আসল গল্প অন্য।
Leave a Reply