
দেশে পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ শীর্ষক সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এবার সম্মাননা পেয়েছেন নটর ডেম কলেজের সাবেক শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া, সুচিশিল্পী ও উদ্যানপ্রেমী মো. আমিনুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এবং চট্টগ্রামের মিরসরাইয়ের মস্তাননগরের ‘প্রজেক্ট সোনাপাহাড়’ শীর্ষক প্রকল্প। এ ক্ষেত্রে সহযোগিতা করেছে পরিবেশবাদী সংগঠন ‘তরুপল্লব’।
আজ শনিবার ঢাকায় বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, খ্যাতনামা প্রকৃতিবিদ ও উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই পদক চালু করা হয়েছে। তাঁর জীবন ও কাজ অসংখ্য মানুষকে প্রকৃতি রক্ষায় অনুপ্রেরণা জুগিয়েছে।
Leave a Reply